হুমায়ুন রশিদ, টেকনাফ:
টেকনাফে নাফনদীর মৎস্য ঘেঁরে গরু চরাতে গিয়েই দাদা-নাতনী ২৪ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছে। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

জানা যায়, গত ২৯ আগষ্ট সকাল ১০টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলের মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ ইউসুফ আলী (৭৫) ও আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০) নাফনদী সংলগ্ন মৎস্য ঘেঁরে গরুর পাল নিয়ে চরাতে যায়। এরপর সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় বাড়ির লোকজন খুঁজতে বের হয়। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। 


৩০ আগষ্ট দুপুরে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার প্রণয় চাকমা ও ফায়ার ষ্টেশন কর্মকর্তা ক্ষিরিতি সেনের নেতৃত্বে একটি দল ঊনছিপ্রাং রইক্ষ্যং খালের মুখে তল্লাশী অভিযান চালায়। ডুবুরী দল না থাকা ও জোয়ার আসায় তল্লাশী অভিযান ব্যাহত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।