সংবাদদাতা:
সরকারি এক মাসের সফরে চীন যাচ্ছেন কক্সবাজার মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নোবেল কুমার বড়ুয়া।
তিনি চীন সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকার কতৃক মনোনীত হয়ে ‘ট্রেনিং কোর্স অন সার্জিকেল টেকনিক অন বার্ন রিকনস্ট্রাকশন’ বিষয়ে প্রশিক্ষণের জন্য মনোনিত হয়েছেন।
ডাঃ নোবেল কুমার বড়ুয়া বৃহস্পতিবার (৩০ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে এক মাসের ট্রেনিং শেষ করে দেশে পোঁছবেন তিনি।
প্রসঙ্গত, ডাঃ নোবেল কুমার বড়ুয়া মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তাঁর দীর্ঘ এই সরকারি সফরে সুস্থ ভাবে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।