প্রেস বিজ্ঞপ্তি:
নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে রশিদ আহমদ শিক্ষা বৃত্তি অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে পরিচালনার কমিটির সভাপতি সাংবাদিক বদিউল আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার সরকারী কলেজে সহকারি অধ্যাপক সুলতান আহমদ, বিশেষ অতিথি ছিলেন রশিদ নগর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রমিজ আহমদ ও সহকারি প্রধান শিক্ষক মনছুর আলম। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বৃত্তি প্রাপ্ত ছাত্র ফয়েজ মিয়া। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওঃ নুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক হারুন-অর-রশিদ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন যে, শিক্ষা মানুষের জীবনকে বিকশিত করে এবং সমাজকে করে আলোকিত। দেশ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষা জীবন শেষ করে দেশ ও জাতি সেবায় আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। উল্লেখ্য যে, ফরিদা আর আহমদের জ্যেষ্ঠ্য কন্যা ফাহমিদা আর নাসের ২০১৮ সালে এস.এস.সি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী ১০ জন গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে রশিদ আহমদ শিক্ষা বৃত্তি হিসাবে ১০ লক্ষ টাকা প্রতিশ্র“তি দেন। তারই অংশ হিসেবে গতকাল ১০ জন ছাত্র-ছাত্রীর মাঝে নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়।