রফিক মাহমুদ, সিবিএন:
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত ও তাদের নাগরিক অধিকারসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ব্রিটেন। পাশাপাশি রোহিঙ্গারা যতদিন বাংলাদেশের আশ্রয়ে থাকবে ততদিন সব ধরনের সহযোগিতা করে যাবে এমনটিই বলছেন ব্রিটেনের এফসিও ও ডিএফআইডি মিনিস্টার অ্যালিস্টেয়ার বার্ট।
বুধবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে তিনি সিবিএনকে এসব কথা জানিয়েছেন।
এসময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলেন, ‘রোহিঙ্গাদের ভার বাংলাদেশ বেশিদিন নিতে পারবেনা। রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বকে একযোগে আওয়াজ তুলতে হবে।’ এগিয়ে আসতে হবে, সহযোগীতার হাত আরও বাড়াতে হবে।
অ্যালিস্টেয়ার বার্ট সকাল ৯টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছে জাতি সংঘের শরর্ণাথী বিষয়ক সংস্থা (ইউএনসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ব্র্যাক ও ইউকে এইডসহ রোহিঙ্গাদের সেবায় নানা নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ঘুরে দেখেন।
রোহিঙ্গাদের ভার বেশিদিন নিতে পারবে না বাংলাদেশ -অ্যালিস্টেয়ার বার্ট
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।