প্রেস বিজ্ঞপ্তি:
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, কোন অপ-শক্তি দেশের উন্নয়ন রুখতে পারবে না। বর্তমানে মহেশখালীতে যে উন্নয়ন হচ্ছে তা বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় রয়েছে। যারা বিগত সময়ে এলাকার প্রতিনিধিত্ব করেও কোন কাজ করেনি তারাই এখন মায়া কান্না কাঁদছে। তাই চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বাংলাদেশকে বিশ্বে একটি মর্যদাশীল রাষ্ট্রে পরিণত করেছেন। দেশের দূর্নীতি দমনে কঠোরভাবে কাজ করছেন। যারা হাওয়া ভবন করে কমিশন বাণিজ্য করেছেন তাদের আইনের আওতায় এনেছেন। মহেশখালীতে প্রধান উৎপাদনশীল লবণ এর ন্যায্যমূল্য নিশ্চিত করেছেন। যারা ভোটের সময় ভোট নিয়ে উধাও হয়ে যায় তাদের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে। ২০০৮ সাল থেকে ৫টি বছর মহেশখালীর মানুষ অনেকটা অভিভাবকহীন ছিল। তাই পুরো মহেশখালীর উন্নয়ন কার্যক্রম ধ্বসে পড়ে। তাই সবাই আগামি নির্বাচেন ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে।
তিনি মঙ্গলবার বিকাল ৪টায় মাতারবাড়ির সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। পরে তিনি সম্প্রতি সন্ত্রাসিদের হাতে নিহত যুবলীগ নেতা জিয়াবুল হোসেন’র বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে শান্তনা দেন ও কবর জেয়ারত করেন। এ সময় সমগ্র মাতারবাড়ি রাস্তা, বাজার লোকে লোকারোণ্য হয়ে যায়। অসংখ্য নারী-পুরুষ রাস্তায় নেমে আসে সাংসদকে স্বাগত জানাতে। তিনি মাতারবাড়ি উত্তর ও দক্ষিণ রাজঘাট, নতুন বাজার, পুরাতন বাজার, মগডেইল বাজার, বাংলাবাজার ও সাইরার ডেইলে ব্যাপক গনসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন, ধলঘাটার সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নবীর হোসেন ভুট্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, যুগ্ম আহবায়ক সেলিম উল্লাহ সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ বাবু, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সরওয়ার কাইচার ছিদ্দিকী সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের রাসেদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরশেদ সিকদার, মাতারবাড়ি যুবলীগের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক কুদ্দুচ মাহমুদ, কালারমারছড়া যুবলীগের সভাপতি হাসান আরিফ, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস, সহ-সভাপতি আক্তারুজ্জামান বাবু মেম্বার, সাবেক ছাত্রনেতা আবদুল খালেক, কুতুবজুম যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া সিকদার, সাধারণ সম্পাদক, শাপলাপুর যুবলীগের সভাপতি সামিদুল ইসলাম, ছোট মহেশখালী যুবলীগের সাধারণ সম্পাদক শেফায়াত আলম, শফিউল আলম, মনির বিন সোলতান, সাবেক ছাত্রনেতা কাইছারুল ইসলাম, নুর মোহাম্মদ বাদশা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।