সিবিএন : মিস্টি নিয়ে সৌজন্য সাক্ষাতে এলেন নবগঠিত কক্সবাজার জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা গত ২৬ আগষ্ট কক্সবাজারের সর্ব প্রথম অনলাইন পত্রিকা কক্সবাজার নিউজ ডটকম সিবিএন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী তাদের সাথে  কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন , ছাত্র রাজনীতির সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করে যেতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের আস্থা অর্জন করতে হবে। প্রকৃত ছাত্র রাজনীতি না থাকার কারণে মেধাবী ছাত্রছাত্রীরা ছাত্র রাজনীতি থেকে দূরে সরে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে দাবী আদায়ে রাজ পথে নামছে।

ছাত্রদল নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল  সভাপতি শাহাদাত হোসেন রিপন   , সিঃ সহ সভাপতি সাইফুর রহমান নয়ন ,  সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম , সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম ,সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ বিভিন্ন শাখার ছাত্রদল নেতৃবৃন্দ ।

সিবিএন কার্যালয়ে আসার জন্য তাদেরকে সিবিএন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও জানান সম্পাদক ।