এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়া থানা পুুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত মামলার সাজাপ্রাপ্ত এবং নিয়মিত মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে থানা পুলিশের পৃথকদল উপজেলার লক্ষ্যারচর ও বিএমচর ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ার কবির আহমদের ছেলে মিজবাহ উদ্দিন (৩২), বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আবদুল হকের ছেলে মফিজুর রহমান (২৭) ও চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাটাখালী এলাকার ফিরোজ আহমদের ছেলে মো. এহেছান (৩০)। অভিযানে নেতৃত্ব দেন থানার এএসআই আকবর মিয়া সিকদার ও এএসআই সাজু প্রতাপ দাশের নেতৃত্বে পুলিশের পৃথক টিম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও রোববার রাতে পুলিশের পৃথকদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মিজবাহ উদ্দিন একটি মামলায় দুইবছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। অপর দুইজন মফিজ ও এহেছান নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।