আলমগীর মানিক, রাঙামাটি:
বিক্রয় নিষিদ্ধ প্লাষ্টিকের বস্তায় মালামাল বিক্রয় বন্ধে রাঙামাটি শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে শহরের বাজারগুলোতে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ। অভিযানের সময় শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি বাজারের চাউলের আড়তসহ ১০টি দোকানকে জরিমানা করার পাশাপাশি ব্যবসায়িদেরকে ১৫দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বেঁেধ দেওয়া সময়ের মধ্যে বাজারের ব্যবসায়িদেরকে তাদের মজুদে থাকা চাউল,ডাল, মরিচ, পেয়াজসহ ১১টি পণ্য পাটের বস্তা ছাড়া প্লাষ্টিকের বস্তায় বিক্রি করা নিশ্চিত করার আহবান জানিয়েছেন মোবাইল কোর্ট পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ। এসময় জেলা প্রশাসনের পেশকার স্বপন কুমার দাশসহ পুলিশ সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।
অভিযানের সময় ব্যবসায়িদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার প্লাষ্টিকের বস্তা ব্যবহারের মাধ্যমে ১১টি পণ্য পরিবহন-বিপনন সম্পূর্নভাবে নিষিদ্ধ করেছে। এই লক্ষ্যে ২০১০ সালে আইনও গেজেটভূক্ত হয়েছে। কিন্তু তারপরও একটি চক্র নিষিদ্ধ প্লাষ্টিকের বস্তায় চাউলসহ বিভিন্ন মুদি মালামাল বিক্রি অব্যাহত রেখেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এমতাবস্থায় শহরের তবলছড়ি ও রিজার্ভ বাজারের ব্যবসায়িগণ বেধে দেওয়া ১৫দিন সময়ের মধ্যে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করবেন। অন্যথায় আমরা আবারো মোবাইল র্কোট পরিচালনা করে প্রাপ্ত মালামাল জব্দ করার পাশাপাশি জেল-জরিমানা উভয় দন্ডে দন্ডিত করা হবে বলেও জানিয়ে দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্র্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।