শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও মেহের ঘোনা পয়েন্টে নোহা ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।২৭ আগষ্ট দুপুর ২ টার দিকে ঘটনাটি ঘটে মহাসড়কের মেহেরঘোনা নুর এ কমিউনিটি সেন্টারের সামনে।প্রত্যক্ষদর্শীরা জানায়,রামু মুখি একটি নোহা যার নং চট্রমেট্টা চ- ৫৩- ৩০৪৫ গাড়ীটি ঘটনাস্থলে পৌছলে ঈদগাঁওমুখি যাত্রীবাহী একটি সিএনজির সাথে মুখামুখি সংঘর্ষ হয়।এসময় সিএনজির ৫ যাত্রী, চালকসহ ৬ জন আহত হয়েছে।আহতরা রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।তৎমধ্যে সিএনজি চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি ঘটনাস্থলে রয়েছে।রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিচ্ছে বলে সিবিএনকে জানায় ওসি মুজাহিদুর রহমান।