প্রেস বিজ্ঞপ্তি :

গত শনিবার ২৫ আগস্ট তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, ঢাকা থেকে প্রকাশিত লিটলম্যাগ কবিতার রাজপথের উদ্যোগে রোহিঙ্গা গণহত্যা দিবস পালন করা হয়। গত বছর ২৫ আগস্ট ২০১৭ খৃ.পৃথিবীর ইতিহাসে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা জাতির উপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তা মানব সভ্যতা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। ‘এথিনিক ক্লিজিং’ নামে পরিকল্পিত এই গণহত্যা একটি জাতিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলার রাষ্ট্রীয়-সামরিক ও রাজনৈতিক ষড়যন্ত্র। একটি জাতিকে বাঁচাতে, তাদের সবচেয়ে কঠিন দিনটিকে শনাক্ত ও স্মরণ, প্রতিবাদ, জাতিসংঘের গণহত্যা দিবসের আনুষ্ঠানিক স্বীকৃতি, বিশ^ব্যাপি রোহিঙ্গা গণহত্যা দিবস পালন উপলক্ষে এবং বিশ^ জনমতকে একত্রিত করে বিষয়টিকে আার্ন্তজাতিক ইস্যুতে রূপান্তিরত করা দরকার, তাই আমাদের এই আয়োজন। আন্তর্জাতিক আইন মেনে চলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিতে হবে। তাদের নাগরিক অধিকার দিয়ে নিজ দেশে ফরত পাঠানোর জন্য বক্তারা তাদের আলোচনায় তুলে ধরেন। কবি ও গবেষক জাহাঙ্গীর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণহত্যা দিবসের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কবিতার রাজপথের সম্পাদক মনির ইউসুফ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার নুরুল আজিম। বক্তব্য রাখেন কবি তৌহিদা আজিম, গবেষক সাজ্জাদ হোসাইন, সিরাজুল কবির বুলবুল, ফোরকান আহমেদ, আহমেদ ইমতিয়াজ মানিক, ইংরেজিতে বক্তব্য প্রদান করেন গবেষক মুহাম্মদ হোসাইন, আলোচনা করেন কবি সিফাত আল নূর, সমাজ সেবক শফিনা আজিম, শাহেদ রহমান।

অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ করা হয়। এবং রোহিঙ্গা প্রতীকি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।