ফরিদুল অালম দেওয়ান- মহেশখালী :
মহেশখালি উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া পাহাড়ী এলাকায় গতকাল ২৬ অাগষ্ট রাত সাড়ে ৮টায় পুলিশের সাথে সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় হোয়ানকের পূর্ব মাঝের পাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মো: সরোয়ার (৩৮)কে পুলিশ ১টি দেশীয় তৈরী বন্দুক সহ গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে অারো ২টি দেশীয় তৈরী লম্বা বন্দুক ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সরোয়ার উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া পূর্ব মাঝের পাড়া গ্রামের মৃত ইজ্জত অালীর পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ (পিপিএম বার) জানান,২৬ অাগষ্ট রাতে বড়ছড়া এলাকার দুধর্ষ ডাকাত ও সন্ত্রাসী সরোয়ারকে গোপন সংবাদেন ভিত্তিতে গ্রেপ্তারের জন্য পুলিশ গেলে তার সতীর্থরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় অাধা ঘন্টা ব্যাপী গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে গেলে পুলিশ ওই অাস্তানা থেকে ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক ও ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। পুলিশ জানান, গ্রেপ্তারকৃত সরোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও দুধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ২টি অস্ত্র মামলাসহ ৩ টি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘ দিন ধরে তাকে গ্রেপ্তার করতে চেষ্টা করে অাসছিল।