প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা শাখার নির্দেশনায় খুনিয়া পালং ইউনিয়ন শাখার সাংগঠনিক কর্মতৎপরতা গতিশীল করার লক্ষ্যে সামষ্টিক পাঠ ও পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট সকাল ৯ টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ অাবুল মঞ্জুর। তিনি কর্মীদের সাংগঠনিক কর্মতৎপরতা গতিশীল ও পাচঁ দফা কর্মসূচী বাস্তবায়নে বিশেষভাবে অনুপ্রাণিত করেন।
তিনি বলেন, ইসলামী ছাত্রসমাজ গতানুগতিক কোন সংগঠন নয়। এ সংগঠন সমাজ বিনির্মাণে নিবেদিতপ্রাণ সাহসী সৈনিক গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে।
সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর অালমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মদ অাতিকুর রহমান অাশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের পরিচিতির ওপর সামষ্টিক পাঠ ও অনুশীলন করানো হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল অালম।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, জেলা যুগ্ম সম্পাদক হাফেজ শওকত অালী।
এ ছাড়াও অালোচনায় অংশনেন ইউনিয়ন সহ-সভাপতি সাঈদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নোমান, ৪ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নোমান গেফারী, ১ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আরিফ উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওসমান, ৬ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ হারুন, ইউনিয়ন দফতর সম্পাদক অানোয়ারুল ইসলাম , অর্থ সম্পাদক নুর উদ্দিন, সদস্য অাতা উল্লাহ, জিয়াউল হক, অাব্দুল হামিদ, রমজান অালী, মোহাম্মদ ঈসা, উসমান গণি, অাসহাব উদ্দীন,প্রমূখ।
খুনিয়া পালং ইসলামী ছাত্রসমাজের সামষ্টিক পাঠ সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।