মো. নুরুল করিম আরমান, লামা :

চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ মংব্রা (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মংছিং হেডম্যান পাড়া থেকে তাকে আটক করা হয়। মংব্রা মার্মা মংছিং হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত অংথুই মার্মার ছেলে। অপরদিকে একই রাতে ইউনিয়নের অংহ্লাচিং কারবারী পাড়ার বাসিন্দা দুমং মার্মার ছেলে চালাচিং মার্মার (৩০) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। অভিযানের টের পেয়ে চালাচিং মার্মা পালিয়ে যায়। পৃথক দুই অভিযানের নেতৃত্ব দেন, পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীর।

পৃথক অভিযানে গাঁজাসহ যুবক আটক ও বন্দুক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ বলেন, গাঁজা আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বন্দুক উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।