মোঃ ইসলাম খান ইমন


গর্বিত আমি তোমায় নিয়ে প্রিয় কক্সবাজার
তোমার বুক চিরেইতো বয়ে গেছে অবিরাম পাথার।
অবাক দৃষ্টিতে তাকায় অবনী তোমার রুপের বাহার
একবার দেখে ভরেনা নয়ন দেখিতে চাই বারবার।
জোয়ারে তুমি উত্তাল হও ভাটাতে পাও লাজ
ক্ষণে ক্ষণে রুপ বদলাও ভিন্ন তোমার সাজ।
ইনানী তোমার,কলাতলি তোমার, তোমার হিমছড়ি,
ভিন্ন সাজে সজ্জিত তারা রুপের ছড়াছড়ি।
অবাক দৃষ্টিতে তাকাই সবে চকরিয়ার গোলাপ চাষ
তোমার বুকেইতো হয়েছে সৃ্ষ্টি দৃষ্টিনন্দিত রামু সেনানিবাস।
তোমার আছে মহেশালী আছে তোমার কুতুবদিয়া
বিপুলহারে হয় লবন উৎপাদন ঐ বুক চিরিয়া।
ভালবাসি তোমায় মোরা ভালবেসে যাব
তোমার তরে আছি মোরা তোমার তরে রব।


মোঃ ইসলাম খান ইমন ,রামু, কক্সবাজার