হেলাল উদ্দিন, টেকনাফ :
চলমান মাদক বিরোধী অভিযানকে সমর্থন ও মাদকের ভয়াবহতা থেকে ছাত্র-যুব সমাজসহ সর্বস্তরের জনসাধারণকে দূরে সরিয়ে রাখতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্নীলা হাইস্কুল প্রাক্তন ছাত্র পরিষদের মাদক বিরোধী মৌন মিছিল ও বৃক্ষরোপন সপ্তাহ সম্পন্ন হয়েছে।
জানা যায়, ২৪ আগষ্ট বিকাল ৫টায় উপজেলার হ্নীলা হাইস্কুল প্রাঙ্গন হতে প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি শহীদ উল্লাহ, সভাপতি আলা উদ্দিন রাসেল, সহসভাপতি মোঃ ইউছুপ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হোছাইন আজাদ, সাধারণ সম্পাদক ও প্রভাষক এহসান উদ্দিন, যুগ্নসাধারণ সম্পাদক জকি ওসমান, সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার, জাহেদ হোছাইন পুলক, অর্থ সম্পাদক ও প্রভাষক কায়সার রশিদ লালু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রশিদুল আলম চৌধুরী এবং হ্নীলা হাইস্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের নেতৃত্বে মুখে কালো কাপড় বেঁধে এক বিরাট মাদক বিরোধী প্রতীকী মৌন মিছিল শুরু হয়। উক্ত মিছিল হ্নীলা বাসষ্টেশনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাইস্কুল মাঠে এসে শেষ হয়। এরপর হ্নীলা হাইস্কুল মাঠে টেকনাফ বন রেঞ্জার সাজ্জাদ হোসাইনের সার্বিক সহায়তায় সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। হ্নীলা হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ।
বৃক্ষরোপনোত্তর সংক্ষিপ্ত এক সভায় ছাত্রনেতৃবৃন্দ বলেন, মাদক যেহারে সমাজের ছাত্র ও যুব সমাজকে গ্রাস করছে তাতে কারো বসে থাকার সময় নেই। দেশ ও জাতিকে রক্ষায় এখনই সর্বস্তরে জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাদকের অপব্যবহার ও প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানানো হয়। এছাড়া বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানানো হয়।
হ্নীলা হাইস্কুল প্রাক্তন ছাত্র পরিষদের মাদক বিরোধী মৌন মিছিল ও বৃক্ষরোপন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে