আহসান উদ্দিন, (কুয়ালালামপুর) মালয়েশিয়া থেকেঃ
মালয়েশিয়া প্রবাসী খুটাখালীবাসীর ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরে পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন কক্স ট্রাভেলস এন্ড ট্যুরিজমের সত্বাধিকারী, ইউরো হোম এসিডএন বিএইচডি এর ডিরেক্টর ও ঈদ পুনর্মিলনীর উদ্যোক্তা আহসান উদ্দিন রিটন।
তিনি প্রবাসী বাংলাদেশীদের দৃষ্টি অাকর্ষণ করে বলেন, স্বজন ছেড়ে নিজেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে এসে যাতে সব হারাতে না হয়। সরকারের নিয়মে থেকে সব কাজ করতে হবে। তাতে নিজের সুনামের পাশাপাশি দেশেরও সুনাম।
তিনি বলেন, প্রবাসে নিজেকে একজন দক্ষ শ্রমিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে প্রবাস জীবনের সফলতা।
মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মো:আরাফাত, মুফিজুর রহমান, আব্দুর রহমান, শহিদুল করিম, দিদারুল ইসলাম, আশরাফ আলী, মহি উদ্দিন, আনওয়ারুল ইশরাক, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম, আব্দুল মালেক, ফুরকান ও আবুল মনসুর।
সভা শেষে একটি সমিতি গঠন ও বিপদ আপদের জন্য জরুরি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়।
এতে মালয়েশিয়া প্রবাসী খুটাখালী অধিবাসীদেরকে সমিতিতে সদস্যপদ গ্রহণ করার জন্য আহবান জানানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।