সংবাদদাতাঃ
ফ্যাসিবাদের  সময় শেষ, আগামীর দিন ইসলামী আন্দোলনের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মিলন ইসলামী ছাত্রশিবির। বাংলাদেশের ইতিহাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য শিবির যে ত্যাগের নজরানা পেশ করেছে তা বিশ্বের সব আন্দোলনের জন্য অনুকরণীয়।
ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও সাংগঠনিক উপজেলার সাবেক-বর্তমান দায়িত্বশীলদের ঈদপুনর্মিলনীতে মাওলানা মোস্তাফিজ প্রধান অতিথির বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ।
শাখা সভাপতি খালেদুল হক এর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৩ আগষ্ট) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক দেলওয়ার হোসাইন, কেন্দ্রীয় সহ স্কুল কার্যক্রম সম্পাদক তৈয়ব উদ্দিন, কক্সবাজার শহর শিবিরের সভাপতি আবদুল্লাহ মাবরুর, রাঙামাটি জেলা শিবির সভাপতি শামসুদ্দিন ইবনে হুসাইন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদি, ঈদগাঁও শিবিরের সাবেক সভাপতি লায়েক ইবনে ফাজেল, নুরুল আমিন।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুল আলিম।
শেষে ইসলামাবাদ সিকদারপাড়া পারিবারিক কবরস্থানে শায়িত শহীদ জয়নাল আবেদীন চৌধুরীর কবর জিয়ারত করেন শিবির নেতৃবৃন্দ।