আলমগীর মানিক,রাঙামাটি :
রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পাহাড়িকা বাসের নীচে মোটর সাইকেল চাপায় ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়েছে। সাহেদ নামের এই যুবকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। এই ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। তারা হলেন-সুমন (২৬) ও সোহেল(২৮)। বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটার সময় এই ঘটনা ঘটে।
হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। রাঙামাটির কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই লিমন বোস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, হতাহতরা সকলেই রাঙ্গুনিয়া উপজেলার মলার হাট এলাকার বাসিন্দা। ঈদের ছুটি উদযাপনে তারা রাঙামাটিতে ঘুরতে এসেছিলো। ফিরে যাওয়ার পথে মানিকছড়িতে মর্মান্তিক এই দূর্ঘটনার শিকার হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।