রিয়াজ উদ্দিন,পেকুয়া :
পেকুয়ায় টমটম ব্যাটারীর চার্জের তার কেড়ে নিল যুবকের প্রান। নিহত আব্দু রহিম (২২) উপজেলার সদর ইউনিয়নের মগকাটা এলাকার আশরাফুজ্জামানের ছেলে। বৃহষ্পতিবার (২৩ আগষ্ট) পেকুয়া বাজারে সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম, সদর ইউপি’র চেয়ারম্যান বাহদুর শাহ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ইউনিয়ন পরিষদ দিঘির পাড়ে পড়ে রয়েছে। ঘটনার পর পরেই দোকানদার আব্দু রাজ্জাক গা ঢাকা দিয়েছে। রহিম এক সন্তানের জনক বলে জানা গেছে। জানা গেছে এদিন রহিম বিয়ে অনুষ্টানের জন্য পেকুয়া বাজারে ডেকোরেশন ভাড়া করতে যায়। শ্যালকের মেহেদী অনুষ্টান আজ। শুক্রবারে বিয়ে। ওই বিয়ে অনুষ্টানের জন্য ডেকোরেশন ভাড়া করতে গিয়েছিল রহিম। পেকুয়া বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন আব্দু রাজ্জাকের দোকানের ছিটিয়ে ছটিয়ে থাকা বিদ্যুত তারে এ সময় তিনি জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। জানা গেছে আব্দু রাজ্জাকের দোকানে দীর্ঘ দিন ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে টমটম ব্যাটারী চার্জ দিয়ে আসছিল। এদিন বিদ্যুতের তার সড়কে এলোমেলোভাবে পড়ে থাকে।
পেকুয়ায় ব্যাটারীর চার্জের তার কেড়ে নিল যুবকের প্রাণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।