প্রেস বিজ্ঞপ্তি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজার জেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় জাতীয় দৈনিক, আমাদের সময় মিডিয়া গ্রুপের প্রতিনিধি ও দৈনিক সাগর দেশের সিনিয়র রিপোর্টার সাংবাদিক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল। ঈদুল আযহা উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় ককসবাজার জেলার এই তরুন সাংবাদিক বলেন, ত্যাগের মহিমা আর আনন্দের বার্তা নিয়ে আবারো মুসলিম বিশ্বে ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল আযহার আবেদন চিরন্তন। ঈদুল আযহা আমাদের ত্যাগ, শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক জাতি গঠনে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল আযহার শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।