কুতুবদিয়ায় প্রতিনিধি :

ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন ছিদ্দিকি মানিকের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের অভিযোগ উঠেছে। এবিষয়ে ২০ আগষ্ট (সোমবার) কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ (জিডি নং- ৬৪৩) করেছেন ওই ছাত্রদল নেতা।

ডায়েরী সূত্রে জানা গেছে, গত ৮ আগষ্ট থেকে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন ছিদ্দিকি মানিকের নাম ও ছবি ব্যবহার করে “ঝধরভঁফফরহ ঝরফফরয়ঁব গধহরশ” নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার দলীয় সংগঠনের বিরুদ্ধে অশালীন ভাষায় স্ট্যাটাস পোষ্ট করা হয়। এতে চরম ভাবে সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন হয় তার। এভুয়া আইডির মাধ্যমে ভবিষ্যতে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে ব্যক্তিগত ক্ষতিসাধন করতে পারে বলে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।