শহর সংবাদদাতা:
সিদ্দিকুল ইসলাম প্রকাশ উশু সিদ্দিককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
রবিবার বিকালে শহরের লালদিঘীড় পাড় এলাকার বিলকিস মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
উশু সিদ্দিক শহরের পূর্ব পাহাড়তলী ইউছুলের ঘোনা এলাকার মৃত আবদুস সালামের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার এএসআই শরিফ উল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তার কাছে ১০টি ইয়াবা পাওয়ার কথা পুলিশ জানিয়েছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, সিদ্দিকুল ইসলাম প্রকাশ উশু সিদ্দিক উশু খেলার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে তার বড় ভাই মোহাম্মদ মিয়া মাদকদ্রব্য বিক্রিকালে পুলিশের হাতে আটক হয়।
অভিযানকারী এএসআই শরিফ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে সিদ্দিক নিজেকে একজন জাতীয় উশু কোচ পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করে। তার আচরণে সন্দেহ হওয়ায় শরীর তল্লাশী করলে প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন-১৯৯০ সনের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ৬৯/২০১৮। এ মামলায় আদালত উশু সিদ্দিককে কারাগারে পাঠিয়েছে।