শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার শহরের হলিডে মোড়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২০ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ। সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, হলিডে মোড়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ওই বৃদ্ধাকে পিছনের দিকে ধাক্কা দেয়। এতে মাথার পিছনে গুরুতর আঘাত পান তিনি। তাকে পথচারীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার ১০ মিনিটের মধ্যেই তিনি মারা যান। তার বয়স আনমানিক ৫০/৫৫ বছর হবে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেননি।

ওসি বলেন, ‘রাত সাড়ে ৯টা পর্যন্ত নিহত মহিলার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মহিলাটি ভিক্ষুক হতে পারে। লাশ মর্গে রয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।’