চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় জঙ্গলে পড়ে থাকা একটি পরিত্যক্ত ডাম্পার গাড়ি (মিনি ট্রাক) উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার দুপুরে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক সংলগ্ন নাছির রোড়ের জঙ্গল থেকে চকরিয়া থানা পুলিশ গাড়িটি উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক সংলগ্ন নাছির রোড়ের জঙ্গল এলাকায় নাম্বার বিহীন লাল-সবুজ রঙের একটি ডাম্পার গাড়ি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন বিষয়টি ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে জানান। পরে তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক সঙ্গিয় পুলিশ ফোর্স নিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের ধারণা কে বা কারা অন্য এলাকা থেকে ডাম্পার গাড়িটি এনে জঙ্গলে রেখে চলে যায়। গত ১৭ আগস্ট চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া ষ্টেশন সংলগ্ন এলাকার ব্রীজের নীচ থেকে ট্রাক চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে ডাম্পার গাড়িটির সংশ্লিষ্টতা আছে কিনা স্থানীয়দের অনেকেই সন্দেহ প্রকাশ করছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ডুলাহাজারা জঙ্গলে কয়েকদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় একটি গাড়ি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশের কাছে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটির কোন মালিক খুঁজে না পাওয়ায় গাড়িটি থানায় নিয়ে আসে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এটি প্রকৃত মালিকের কাছে হস্থান্তর করা হবে বলে জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।