আশরাফুল এমডি


সারা বছর ধরে খেয়ে ঘুষ
হয়েছে এবার তোমার হুশ ।
দিতে চাইতেছো কোরবানি
বলতো পিছনে কি কাহিনী ?

কোরবানি মানে ত্যাগ করা
নয়তো কারও পকেট ভরা ।
কোরবানি মানে আত্বার শুদ্ধতা
কিন্তু এখন মাংস খাওয়াই প্রথা ।

কেউ ওহে আছো এমন মুসলমান
যে ঘুষ দিয়ে কোরবানি করে বাঁচাতে চাও ইসলামের মান ।
সওয়াব চাও নিতে ভুড়ি ভুড়ি
তাহলে তুমি চোর করলে দীন চুরি ।

মনে রেখ তোমার শাস্তি আল্লাহ দিবে
পরকালে কাঠগরে তোমায় দাঁড়াতেই হবে।
তখন কি করবে ?
ঘুষের শক্তিতে আজ তুমি বলবান কাল যে মরিবে ।

দিলে প্রকৃত কোরবানি দাও
সুদ-ঘুষ , হারামকে দুরে সরাও ।
আল্লাহকে করো ভাই ভয়
কাল কেয়ামতে হবেই হবে জয় ।

(উলিপুর,কুড়িগ্রাম)