নিজস্ব প্রতিবেদকঃ
বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের জন্য মর্যাদা ও সামগ্রিক সমাজ এপ্রোচ শীর্ষক পাবলিক ডায়ালগ ও বই প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ আগষ্ট) বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কর্মকর্তা (যুগ্ম সচিব) মোঃ আবুল কালাম।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
সিএসও-এনজিও ফোরামের কো-চেয়ার আবু মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এনজিও প্লাটফর্ম এর কো অর্ডিনেটর ডমিনিকা আরসেনিউক, ইউএনএইচসিআর এর এলিজাবেথ, মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে, নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল ইসলাম রাশেদ, আইওএম এর মেনোযাল মুনিজ পেরিয়া।
এছাড়া কোস্ট ট্রাস্টের মকবুল আহমদ, জাহাঙ্গির আলম, আইওএম এর সৈকত বিশ্বাস, ইপসার খালেদা বেগমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মাল্টিমিডিয়া প্রজেন্টেশনের মাধ্যমে রোহিঙ্গাদের বিষয়ে তথ্য উপাত্ত তুলে ধরেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক বরকত উল্লাহ মারুফ।
অনুষ্ঠানে রোহিঙ্গা বিষয়ক বই ‘ক্রাইসিস’ এর মোড়ক উন্মোচন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।