ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার জেলা প্রশাসকের অধীনে ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শনিবার (১৮ আগষ্ট) সকালে ফলাফল প্রকাশ করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এতে ১৩০ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মৌখিক পরীক্ষা ১৯ আগষ্ট বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
শুক্রবার কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে ১১ শুণ্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৩১৮ জন। যা প্রতি পদের বিপরীতে হয় প্রায় ১২০ জন প্রতিযোগি।
উত্তীর্ণরা হলো-০২, ৩১, ৪৯, ৬৭, ৮২, ৮৮, ১০৭, ১১৮, ১২২, ১২৩, ১৪৩, ১৪৪, ১৪৬, ১৫২, ১৭২, ১৯২, ১৯৫, ২০৪, ২১১, ২২৮, ২৩৩, ২৩৭, ২৪৭, ২৫৪, ২৭৩, ২৮৪, ২৮৬, ২৯২, ৩০৩, ৩০৫, ৩১১, ৩১২, ৩১৪, ৩২১, ৩৩২, ৩৫১, ৩৯৪, ৪৫৫, ৪৬০, ৪৭৩, ৪৮০, ৪৯৪, ৫০৭, ৫১৫, ৫১৮, ৫৪০, ৫৪৩, ৫৮৩, ৫৮৫, ৫৯২, ৬৪০, ৬৬০, ৬৭৭, ৬৯৬, ৭০১, ৭১৪, ৭৩২, ৭৩৯, ৭৪৮, ৭৬৪, ৭৬৯, ৮০৬, ৮০৭, ৮১৭, ৮১৯, ৮২৬, ৮৩৩, ৮৪০, ৮৪১, ৮৪৫, ৮৬০, ৮৭৪, ৮৭৫, ৮৯২, ৯২৪, ৯৩৩, ৯৪৩, ৯৪৫, ৯৫৮, ১০৩০, ১০৩১, ১০৩৯, ১০৪৮, ১০৯০, ১০৯২, ১০৯৫, ১০৯৮, ১১১৯, ১১২০, ১১৩২, ১১৩৩, ১১৭১, ১১৭৯, ১১৮৯, ১১৯২, ১১৯৯, ১২০৫, ১২২৪, ১২২৯, ১২৩১, ১২৩৭, ১২৪৮, ১২৬৭, ১২৬৮, ১২৭৬, ১২৮০, ১২৯৬, ১৩০৬, ১৩১১, ১৩১২, ১৪২০, ১৩২৩, ১৩৩১, ১৩৩২, ১৩৪৫, ১৩৪৬, ১৩৪৮, ১৩৬০, ১৩৬১, ১৩৬৪, ১৩৬৮, ১৩৭১, ১৩৭৪, ১৩৭৭, ১৩৮৩, ১৩৮৪, ১৩৮৮, ১৩৯০, ১৩৯১।
ইউনিয়ন পরিষদের সচিব পদে লিখিত পরীক্ষায় ১৩০ জন উত্তীর্ণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।