ডেস্ক নিউজ:
খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ৬ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আনা হয়েছে।
নিহতরা সকলেই ইউপিডিএফের (প্রসিত বিকাশ) সদস্য বলে জানা গেছে। নিহতদের মধ্যে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, যুগ্ম-সম্পাদক এলটন চাকমা ও মহালছড়ি স্বাস্থ্য কেন্দ্রের সহকারী জীতায়ন চাকমার পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন সোহেল, সমর বিকাশ চাকমা ও শখিধন চাকমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা।
এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা) দায়ী করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা সেলের প্রধান নিরন চাকমা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।