বিনোদন ডেস্ক:
ড. মাহফুজুর রহমানঈদের আনন্দ শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবারও গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলায় থাকছে তার একক সংগীতানুষ্ঠান ‘বলো না তুমি কার’।
২০১৬ সালের কোরবানির ঈদে তার গাওয়া গান নিয়ে একই চ্যানেলে প্রথম প্রচারিত হয়েছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের সংগীতানুষ্ঠান। এরপর থেকে প্রতি ঈদেই তিনি গান নিয়ে উপস্থিত হয়েছেন।
এবার ‘বলো না তুমি কার’ অনুষ্ঠানে তিনি গাইবেন ১০টি গান। এগুলো হলো- একটা মন দাও, কত সুন্দর তুমি, স্মৃতি নিয়ে বেঁচে আছি, শুধু তোমাকেই, আমার চেয়ে অনেক বেশি, আজ কেন মনে হয়, আমাকে আর ভালোবাস না, এক থাকার যন্ত্রণা, মনের দুয়ার ও তোমার এক ফোঁটা চোখের পানি।
গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীত পরিচালনা আছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও কৌশিক হোসেন তাপস।
এটিএন বাংলা জানায়, স্টুডিওসহ দেশে ও দেশের বাইরের মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়িত হয়েছে।
বরাবরের মতোই এগুলোতে অংশ নিয়েছেন মাহফুজুর রহমান। ‘বলো না তুমি কার’ অনুষ্ঠানটি চ্যানেলটিতে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০টা মিনিটে প্রচার হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।