প্রেস বিজ্ঞপ্তি:

টেকনাফের কৃতি ফুটবলার মোহাম্মদ উল্লাহ’কে আহবায়ক ও মোহাম্মদ ইলয়াছ মিন্টু’কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া পরিষদ গঠিত হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা ক্রীড়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে টেকনাফের ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে এবং খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে কমিটিতে যোগ্য ও উপজেলার স্বনামধন্য খেলোয়ারদের নিয়ে গঠিত অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম মেম্বার, জামাল সাদেক, শামসুল আলম আমিন ও আবুল ফয়েজ। সদস্য যথাক্রমে-হেলাল উদ্দিন, মো: ইয়াকুব, রমিজ উদ্দিন, মো: আনোয়ার, নুরুল আমিন ফাহিম, হেলাল উদ্দিন (রংগী), মো: শফিক, ফরহাদ ও আবছার মাহমুদ প্রমূখ।

সদ্য গঠিত আহবায়ক কমিটির সভাপতি মো: উল্লাহ ও ইলিয়াছ মিন্ট জানান, ‘শুধু টেকনাফ উপজেলা পর্যায়েই নয়, জেলা এবং বিভাগীয় পরিমন্ডলে টেকনাফের ক্রীড়া প্রতিভা বিকশিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। এই তারা তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। ক্রীড়ামোদীদের সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতায় নবগঠিত উপজেলা ক্রীড়া পরিষদের কমিটি খেলাধুলায় আরো এগিয়ে যাবে। আগামিতে ক্রিকেট ও ফুটবলে পরিকল্পনার আলোকে খেলাধুলা তৈরিতে বিশেষ মনোযোগ থাকবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ক্লাবের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বরা।