মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান ক্ষেত নষ্ট করার অজু হাতে স্থানীয় বখাটে এক যুবকের হামলায় একই এলাকার বিধবা এক মহিলা গুরুত্বর আহত হয়েছে।
আহতের নাম দিলু আরা বেগম(৩৫) সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ি এলাকার মৃত আবদুল করিমের স্ত্রী বলে জানা যায়। বর্তমানে তিনি নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকার সর্দার জামাল আহাম্মদ ও স্থানীয় সূত্রে জানান বৃহস্পতিবার (১৬ আগষ্ট) সকাল ৮টার সময় দিলু আরার নিজ বাড়ীর সামনে সশস্ত্র বখাটে যুবক জয়নাল আবেদীন বিধবা ঐ মহিলার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাঁকে প্রচন্ড মারধর করে। এক পর্যায়ে হামলাকারীর লাঠির আঘাতে সে অজ্ঞান হয়ে পড়ে গেলে ঐ যুবক তার মৃত্যু হয়ে বলে মনে করে চলে যায়। এসময় স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় তাকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।

চিকিৎসাধীন অবস্থায় থাকা দিলু আরা জানান, আমি অসহায় স্বামী হারা আমার দুইটি ছেলে সন্তান রয়েছে ঐ যুবক আমাকে অনেক বার কুপ্রস্তাব দিয়ে ছিল তার প্রস্তাবে রাজি না হওয়াতে সে তার ধান ক্ষেত আমার গরু নষ্ট করার অজু হাতে লাঠি ও হাত দিয়ে আমর শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর জখম করে। জানতে চাইলে অভিযুক্ত জয়নাল ঘটনার কথা স্বীকার করে বলেন ধান ক্ষেত নষ্ট করেছে তাই এই ঘটনা হয়েছে। তবে যি ভাবে বলছেন সে ভাবে মারি নেই। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জানতে চাইলে থানা পুলিশ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তারা।