খালেদ হোসেন টাপু, রামু
রামু থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মুহাম্মদ আবুল মনসুর। তিনি বুধবার (১৫ আগষ্ট) রাত সাড়ে নয়টায় দায়িত্বভার গ্রহন করেন। রামু থানার সকল অফিসার ও পুলিশ সদস্য/সদস্যা ফুল দিয়ে নবাগত ওসি মুহাম্মদ আবুল মনসুরকে বরণ করে নেন। এসময় পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানসহ থানার এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি কক্সবাজার গোয়েন্দা শাখা, বাকলিয়া থানা এবং ইপিজেড থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া হাইদগাঁও গ্রামে।
নবাগত ওসি মুহাম্মদ আবুল মনসুর বলেন, রামুর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে রামু উপজেলাকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং রামুকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।