পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় চোরাই সিএনজি অটোরিকশা সহ চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক করেছে পুলিশ।
বুধবার (১৫আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলা সদরের মৌলভী পাড়া ব্রীজ এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করেন।
আটকরা হলেন, কুমিল্লার দাউদকান্দি থানার গৌরীপুর ইউনিয়নের কাওয়াদি এলাকার মৃত হাসানের ছেলে নাহিদ ইসলাম ও কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের তিতামাঝির এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাছির উদ্দিন।
পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়া এলাকার নুরুল আজিজের বাড়ী থেকে সিএনজি অটোরিকশাটি চুরি করে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে গতি সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা গাড়ীটি চুরি করে নিয়ে আসার কথা স্বীকার করে। এছাড়া খায়ের আহমদ ও মোঃ মামুন নামের দুই সহযোগির নাম স্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, আটকদের ও তাদের দুই সহযোগির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।