ছবিঃ বান্দরবানের আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ আজমগীর।

সিবিএন :
চট্টগ্রামের বান্দরবানের আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ আজমগীর শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৩ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম এর কাছ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট সার্টিফিকেট গ্রহণ করেন। মোঃ আজমগীর কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালী এলাকার বাসিন্দা। তার পিতা হলেন দলিলুর রহমান আর মা হলেন গুলবদন। তাঁর এই সফলতায় সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ সবাই খুবই সন্তুষ্ট। তাদের প্রত্যাশা মোঃ আমজগীর যেন সম্মান ধরে রাখতে পারে এবং জীবনে আরো বেশি উন্নতি লাভ করে।
২০১৭ সালে এসআই মোঃ আজমগীর আলীকদম থানায় যোগদানের পর থেকে ধারাবাহিকভাবে সফলতার সাথে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও জঙ্গীবাদের অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই গহীন পাহাড়ের পাদদেশে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের আস্তানায় সাহসিকতার সাথে অভিযান চালিয়ে ৪ টি অস্ত্রসহ ১ সন্ত্রাসীকে আটক করে। তার এই কর্মদক্ষতা, সফলতা ও সাহসীকার কারনে বাংলাদেশ পুলিশ এই সম্মাননা প্রদান করে।