এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পাঠচক্র করেছে সেচ্ছাসেবী সংগঠন ঊষা।
ঈদগাঁও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ১৫ই আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
পাঠচক্রে অংশ নেন অধ্যাপক সোলতান আহমদ, শিক্ষক তারেকুল হাসান, নুরুল ইসলাম, ছরওয়ার কামাল, সুলতান আহমদ, নুরুল আমিন হেলালী, এম আবুহেনা সাগর, উপজেলা ছাত্রলীগ নেতা ইরফানুল করিম, রাশেদ উদ্দিন রাশেল, গিয়াস উদ্দিন রবিন, মোহাম্মদ আলম বিশাল প্রমুখ।
মডারেটরের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী কাফি আনোয়ার। পাঠচক্রের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্বা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
পবিত্র কুরআন তেলোয়াত করেন সংবাদকর্মী রাশেদুল করিম।
ভিন্নধর্মী এই অায়োজনে রাজনৈতিক, পেশাজীবি, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
সামাজিক সম্প্রীতি, শিক্ষার গুনগতমান বৃদ্বি, কক্সবাজারের পর্যটন শিল্পের প্রসার ও বিকাশ, আর্থসামাজিক উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধ, দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি ও দেশ গঠনের আত্মপ্রণোদিত উন্নয়ন এবং সেচ্ছাসেবী সংগঠন ঊষার আয়োজনকে সবাই সাধুবাদ জানিয়েছে।
ঈদগাঁওতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পাঠচক্র
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।