এম.এ আজিজ রাসেল:
পবিত্র ঈদুল আযহার আর মাত্র এক সপ্তাহ বাকি। তাই এখন থেকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ পাড়া মহল্লায় ঈদের নামাজের প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, সুষ্ঠুভাবে ঈদের প্রধান জামাত সম্পন্ন করতে কক্সবাজার পৌরসভার উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৮৪ হাজার বর্গফুট বিশাল প্যান্ডেলের কাজ সমাপ্তির পথে। তৈরি হচ্ছে আকর্ষণীয় তোরণ ও গেইট। এছাড়া ময়দানের পাশে অযুর ব্যবস্থা করা হয়েছে। ঈদ জামাতকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। ওই দিন পুলিশের পাশাপাশি চারপাশে নিয়োজিত থাকবে গোয়েন্দা বিভাগের সদস্যরা। নামাজে জায়নামাজ ব্যতীত অন্য কিছু সাথে না আনতে মুসল্লীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ মাহিদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবিদ হাসান, সদর ইউএনও মোঃ হাবিবুল হাসান, রামুর ইউএনও মোঃ লুৎফুর রহমান, জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নজরুল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার মোঃ শাহজাহান আলী, কাউন্সিলর আকতার হোসেন, কক্সবাজার পৌরসভা সচিব রাসেল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কাশেমী।