খবর বিজ্ঞপ্তি:
কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার মডেল হাই স্কুলে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালী জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ‘জাতীয় শোক দিবস’ পালিত হয়েছে।
১৫ আগষ্ট বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত শোক দিবসের অনুষ্ঠানমালায় ছিল জেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে র‌্যালী, সকাল ৮ টায় খতমে কোরআন ও মোনাজাত, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, বিশেষ অতিথি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মেহেরুজ্জামান ও আবু শামা আজাদ। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, সহকারী শিক্ষক সাগর চন্দ্র দাশ, ছরওয়ার আজম, সৈয়দুল আলম ও আহসান উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষিক মিসেস মা উন টিন ও সুমন শর্মা।