মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহ জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
সকাল ৯টায় উপজেলার মুক্তমঞ্চ প্রাঙ্গণ হতে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চির জাগ্রত সৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করেন, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা সুগত সেবক বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, কামাল উদ্দীন। অন্যান্যদের মাঝে ছিলেন, জেলা পরিষদের সদস্য ক্যানে ওয়ান চাক্, আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ,সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার,সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, যুগ্ন সম্পাদক ডাঃ সিরাজুল হক, মুক্তি যুদ্ধা কমান্ডার রাজা মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দু সাত্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল্লা কবির বিন্দু, হাজী এম.এ কালাম সরকারি ডিগ্রী কলেজ সভাপতি ইরফান মাহাবুব রায়হান, সাধারণ সসম্পাদক মুমিনুল ইসলাম মুমু প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করেন। এই ছাড়া ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংগ্রহণকারীদেরকে পুরুষ্কার ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এভাবে ১৫ আগষ্ট মহান নেতার শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে মধ্যদিয়ে নাইক্ষ্যংছড়িবাসী স্মরন করছে জাতির জনককে।