সিবিএন : দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক এবং জাতীয় সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারোয়ারের ইন্তেকালে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী , বনপার সাধারণ সম্পাদক ও অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক এবং জাতীয় সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারোয়ারের ইন্তেকালে জাতি একজন দেশ বরেণ্য সাংবাদিককে হারাল।

উল্লেখ্য , ১৩ আগষ্ট সোমবার রাত ৯টা ২৫ মিনিটে তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।