সময়নিউজ : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হওয়া অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (১৩ আগস্ট) বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভর্তি করে ডিবি পুলিশ।
নওশাবার ভাই জুনায়েদ আহমেদ জানান, গত দুইদিন ধরে তার বোনের রক্তচাপ উঠানামা করছে। তার ডায়রিয়া হয়েছে। এছাড়া তার শরীরও বেশ দুর্বল।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাসের এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হেফাজতে থাকা অভিনেত্রী কাজী নওশাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
গত ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরা থেকে নওশাবাকে আটক করে র্যাব। ওইদিন বিকেলে রাজধানীর জিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এক দল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে গুজব ছড়ান ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই অভিনেত্রী।
গ্রেফতারের পরদিন ৫ আগস্ট আদালতে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নওশাবাকে চারদিনের রিমান্ডে পাঠান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।