সোয়েব সাঈদ, রামু:
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন, অগ্রগতি ধরে রাখতে হলে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। বিগত সাড়ে চার বছরে রামুতে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। রামু উপজেলার মত দেশের কোন উপজেলায় এতে বেশী উন্নয়ন হয়নি। এরমধ্যে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ও রামু কলেজ সরকারিকরণ হয়েছে। রেল লাইন ও বিকেএসপির কাজ এগিয়ে চলছে। স্থায়ী সেনানিবাস ও বিজিবি ক্যাম্প স্থাপন, সমুদ্র গবেষনা ইন্সটিটিউট রামুতে হয়েছে। ২০২ কোটি টাকা ব্যয়ে বাঁকখালী নদীতে ড্রেজিং ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আর নতুন ভবন নির্মাণের ফলে রামুর শিক্ষাক্ষেত্রে নবদিগন্তের সূচনা হয়েছে। আগামীতে নৌকা প্রতীককে জয়ী করলে রামু দেশের একটি মডেল উপজেলায় পরিনত হবে। তিনি জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে রুপান্তর করে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার সংগ্রামে ঝাপিয়ে পড়ার জন্য স্বেচ্ছাসেবকলীগের সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানান।
রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এসব কথা বলেন। সোমবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় সাতটায় রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম। সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী।
এমপি কমল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তবায়ন হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া যেমন বাংলাদেশকে ভাবা যায় না, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া উন্নয়নশীল বাংলাদেশের কথা কল্পনা করা যাবে না। উন্নয়ন, অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশে^র বিস্ময়। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে এদেশে দারিদ্র দূরীকরণসহ মানুষের ভাগ্য পাল্টে দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল কারিগর শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে বিশ^মানের উন্নয়নশীল দেশে রুপ নেবে বাংলাদেশ।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক ও ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুচ ভূট্টো, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ আবদুস শুক্কুর, কক্সবাজার জেলা মৎস্যজীবি লীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাংসদ কমলের একান্ত সহকারি মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ খান জয়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুল করিম, মো. নাছির উদ্দিন, মোহাম্মদ ফরহাদ, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মনজুর আলম সোহেল, কচ্ছপিয়া ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম, গর্জনিয়া
ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক লুৎফুর রহমান, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, ঈদগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাওসার, চাকমারকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর, রাজারকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ, খুনিয়াপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদুল হক চৌধুরী মান্না, সাধারণ সম্পাদক আহমেদুল হক রুবেল, রশিদনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক শাহজাহান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মেম্বার, স্বেচ্ছাসেকবলীগ নেতা সুমন বড়–য়া প্রমূখ।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আবারো জননেতা আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলকে নির্বাচিত করতে স্বেচ্ছাসেবকলীগের সর্বস্তুরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন। সমাবেশে রামু উপজেলার ১১টি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।