সিবিএন:
টেকনাফের শাপলাপুর সমুদ্র সৈকত থেকে ইয়ার মোহাম্মদ (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। মৃত ইয়ার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার বাদশা মিয়ার ছেলে ও ৯ম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, ১২ আগস্ট বিকেলে হ্নীলা থেকে একদল ছাত্র ফুটবল খেলতে শাপলাপুরে যায়। খেলা শেষে সাগরে গোসল করতে নামলে ইয়ার মোহাম্মদ ভেসে যায়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার জানান, শাপলাপুর সৈকত থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।