সংবাদদাতাঃ
টেকনাফে ৩৮০০ ইয়াবাসহ আব্দুস সালাম (৩৯) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১৩ আগষ্ট সকালে টেকনাফের হ্নীলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুস সালাম হ্নীলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফুলের ডেইল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, টেকনাফ সার্কেল পরিদর্শক মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আব্দুস সালাম একজন পরিচিত মাদক পাচারকারী।
দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।
তিনি বলেন, এ ঘটনায় টেকনাফ সার্কেল উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে আটক আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
৩৮০০ ইয়াবাসহ ব্যবসায়ী আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে