জিয়াবুল হক, টেকনাফ:
টেকনাফ মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হল ডেইল্লারবিল এলাকার নুর আহাম্মদ এর ছেলে মো. ইসমাইল (৪৬) এবং ডেইল পাড়া এলাকার ইসলাম এর ছেলে আব্দুর রহমান (১৯)।
পুলিশ সুত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহ এর নেতৃত্বে এসআই মো. বোরহান উদ্দিন ভূইয়া একটি টিম সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার সোনা আলী এর বসত বাড়ীর উঠানে ১২ আগস্ট রাত ৭ টার দিকে অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে কক্সবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।