জে.জাহেদ, চট্টগ্রাম:
চট্রগ্রামের মীরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা চাপায় শাহ আলম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম সাহেরখালী গ্রামের ওসমান গনির ছেলে। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কংকাবতী পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল পদে নিয়োজিত ছিলেন।
নিহতের পারিবার জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় মহাসড়ক পারাপারের সময় শাহ আলম সিএনজিচালিত অটোরিকশাচাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই থানার এসআই দেলোয়ার হোসেন জানান, সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। আসামীকে ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।