সংবাদ বিজ্ঞপ্তি:
উখিয়ায় মানবপাচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ আগষ্ট) উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মিলনায়তনে সভায় আলোচক ছিলেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট আব্দুল শুক্কুর ।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের উদ্দ্যোগে দাতা সংস্থা SDC এর আর্থিক সহযোগিতায় মানবপাচার বিষয়ক মতবিনিময় সভায় স্থানীয় সরকারের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয়নেতা, সংবাদকর্মী, নারী, নাগরিক সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা গুরুত্বপূর্ন মতামত দেন।
মতবিনিময় সভায় আলোচকরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানবপাচার বন্ধের উদ্যোগকে শক্তিশালী করার আহবান জানান।
সেই সাথে মানবপাচার বন্ধে প্রশাসনের সক্রিয় ভুমিকার বিকল্প নাই বলে সবাই মত দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।