সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কক্সবাজার জেলা শাখার ৮ম বার্ষিক সাধারণ সভা ও সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার (১১ আগষ্ট) বিকালে কক্সবাজার কলাতলীস্থ হোটেল কোস্টাল পিচ (সুগন্ধা পয়েন্ট) সম্মেলন কক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
তিনি বলেন, অন্য কোন পন্য নয়, বই উপহার দিয়ে সর্বপর্যায়ে পাঠাভ্যাস বাড়ানো যায়। আরো বেশী বেশী পড়ার মানুষ তৈরি করতে হবে। লিখক সৃষ্টি করতে বই প্রকাশ ও প্রচার করতে হবে। সভ্যতার ইতিহাস জানতে, জানাতে বইয়ের আকর্ষণ বাড়ানো দরকার। এমপি কমল বলেন, ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ নেই। আমাদের ভেতর লুকিয়ে থাকা অজানা ডঃ শহীদুল্লাহকে খোঁজে বের করতে হবে। বাংলাভাষার লেখকদের উৎসাহিত করতে পারলে সম্ভাবনাগুলো বেরিয়ে আসবে। এ সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপহার সামগ্রী হিসেবে ‘বই উপহার’ দেয়ার পরামর্শ দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌরমেয়র মুজিবুর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কাজী এম ছাবের আহমদ। মূখ্য আলোচক ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম।
সমাবেশ উদ্বোধন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শরীফ উল আলম। সুধী সমাবেশের আগে ৮ম বার্ষিক সাধারণ সভায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে বার্ষিক প্রতিবেদন, হিসেব নিকেস পেশ করা হয়। এতে উপস্থিত সবাই সমিতির উন্নতির জন্য পরামর্শ দেন।
সমিতির কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক হোসাইনুজ্জামান, কোষাধ্যক্ষ আলহাজ্ব এখলাছুর রহমানসহ বিভিন্ন উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতারা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৮ম বার্ষিক সাধারণ সভা আয়োজক কমিটির আহবায়ক রামু শরীফ লাইব্রেরীর মালিক জামাল হোসাইন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা ও সুধী সমাবেশ সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।