বান্দরবান প্রতিনিধি:
রাজধানীসহ দেশের নানাস্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা মিথ্যা মামলা এবং নানামুখি হয়রানীর প্রতিবাদে বান্দরবান প্রেসক্লাব চত্বরে শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.বাদশা মিয়া মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন দৈনিক সচিত্র মৈত্রী সম্পাক ও সাবেক প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো.ওসমান গণি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক এবং প্রেসক্লাবের সহসভাপতি এম এ হাকিম চৌধুরী। সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং জাতীয় সংসদে সম্প্রতি পাশকৃত সাংবাদিক নিরাপত্তা আইন দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।