প্রেস বিজ্ঞপ্তি:
নিরাপদ সড়কের দাবীতে ছাত্র আন্দোলন চলাকালিন সময়ে ঢাকায় সাংবাদিকদের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে সাংবাদিকদের উপর চিহ্নিত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী এবং আহত সাংবাদিকদের খোঁজ খবর ও দ্রুত চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী প্রতি ধন্যবাদ জানানো হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস রানা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। এতে বক্তব্য দেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আয়াছুর রহমান ও মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বিশ^জিত সেন, দীপক শর্মা দীপু, মোহাম্মদ জুনাইদ, ফরহাদ ইকবাল, আহসান সুমন, তৌফিকুল ইসলাম লিপু, আব্দুল আজিজ, কামরুল ইসলাম মিন্টু, সুজা উদ্দিন রুবেল। এছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল আহমেদ, মোশারফ হোসেনের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের সদস্যরা।