প্রেস বিজ্ঞপ্তিঃ
সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকান্ড চর্চা না হওয়ায় সমাজের সর্বত্রই আজ সন্ত্রাস আর মাদকের দৌরাত্ব্যের রাম রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলার আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ।
তিনি বলেছেন, মাদক ও সন্ত্রাসী অপকর্মের সঙ্গে জড়িত অপরাধীরা প্রভাবশালী ব্যক্তিবর্গের সহযোগিতায় পুরো সমাজকে জিন্মি করে রেখেছে। এর থেকে উত্তোরণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বৃহত্তর পাহাড়তলী ছাত্র-যুব ঐক্য পরিষদ’ এর ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ‘ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধনকালে প্রধান অতথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর কাউন্সিলার জামশেদ বলেন, কক্সবাজার শহরের বৃহত্তর পাহাড়তলী এলাকা মাদক ও সন্ত্রাসে জর্জড়িত। স্থানীয় সংঘবদ্ধ একটি পরিকল্পিতভাবে প্রভাবশালীদের সহায়তায় এসব অপকর্ম অব্যাহত রেখেছে।
সুশৃংখল ও সুস্থ সমাজ গঠনে ‘ফুটবল টুর্ণামেন্টের’ মত সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে ‘বৃহত্তর পাহাড়তলী ছাত্র-যুব ঐক্য পরিষদ’ সুন্দর আগামী বিনির্মাণে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ।
বৃহত্তর পাহাড়তলী ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার ৭,৮ ও ৯ ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার জাহেদা আক্তার ও উখিয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব কলেজের অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন, যুবনেতা মোহাম্মদ সরওয়ার, মানিক, মো. ইয়াছিন ও মোহাম্মদ বাবুল প্রমুখ।